সম্মানিত অভিবাবকবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০৯.০১.২০২৫ ইং রোজ বৃহঃস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় হইতে কায়দা থেকে আমপারা, আমপারা থেকে নাজেরা, নাজেরা থেকে হিফ্স এর সবক প্রদান করা হইবে। উক্ত সবক অনুষ্ঠানে সকল অভিবাবকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা হইল।