Darul Amin Scholar

আপনাকে স্বাগতম Darul Amin Scholar Madrasah এর পক্ষ থেকে !

ইংলিশ মিডিয়াম | হিফয মাদরাসা

দারুল আমীন স্কলার মাদরাসার ইতিহাস
দারুল আমীন স্কলার মাদরাসা একটি এরাবিক ও ইংলিশ মিডিয়াম কারিকুলাম সমন্বিত হিফয মাদরাসা।  ময়মনসিংহ শহরের পলিটেকনিক মসজিদের বিপরীতে চরপাড়ায় ১ম ক্যাম্পাস এবং পন্ডিতপারায় ২য় ক্যাম্পাস অবস্থিত  । 
বিস্তারিত
প্রিন্সিপালের বক্তব্য ( চরপাড়া শাখা )
প্রিন্সিপালের বক্তব্য ( পন্ডিতপাড়া শাখা )
প্রিন্সিপালের বানী ………….
      نحمده ونصلي ونسلم على محمد
     قال الله تعالى:   (فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ  إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
(অর্থ : মহান আল্লাহ তায়ালা বলেন: যদি এমন হয় যে, তাদের প্রত্যেক দল থেকে কিছু লোক বের হয়ে যায়, যেন তারা দ্বীন সর্ম্পকে জ্ঞানার্জন করেতে পারে ( তাহলে সেটা উত্তম বলে বিবেচিত হবে) । অতঃপর, যখন
তারা তাদের
সম্প্রদায়ের কাছে ফিরে আসে, তখন তাদেরকে সতর্ক করতে পারে। আশা করা যায় যে, এতে তারা সতর্ক
হতে পারবে)
طلب العلم فريضة على كل مسلم (الحديث)
[ প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ]
প্রিয় মুসলিম ভাই, আমরা জানি, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কাধেই একদিন পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রের দায়িত্ব অর্পিত হবে। সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যথাযথভাবে সঠিক পন্থায় আমরা যদি গড়ে তুলতে ব্যর্থ হই, তাহলে গোটা পরিবার, সমাজ এমনকি রাষ্ট্র পর্যন্ত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, এতে কোন সন্দেহ নেই। বর্তমানেও এই ব্যর্থতার ফলাফল খানিকটা হলেও আমরা ভোগ করছি। এর ভয়াবহতা থেকে জাতিকে বাঁচানোর বা রক্ষার জন্য, ইসলামী শিক্ষার প্রচার প্রসারে সংগ্রামে শরীক হওয়ার জন্য, একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে, মহানবী (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জাতিকে একটি সুন্দর ও শান্তির সমাজ উপহার দিতে চান, তাদেরকে উদার্ত আহবান জানাচ্ছি এই কাফেলায় যোগদানের জন্য, আসুন আমরা সকলে মিলেমিশে একতাবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের মেধা, আমাদের অর্থ, আমাদের কৌশল দ্বীনি কাজে প্রয়োগ করি, ইনশাআল্লাহ আমরা সফল হবো।

আল্লাহ তায়ালা আমাদের এই উদ্দেশ্যকে কবুল করুন, আমীন।

দারুল আমীন স্কলার মাদ্রাসার সদস্যবৃন্দ

প্রতিষ্ঠাতা ও পরিচালকগণ

0

শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী

0

নিয়মিত ছাত্র ছাত্রী

0

সফলতার হার

0 %

ফটো গ্যালারী

ভিডিও গ্যালারী

Scroll to Top